‘জনসমর্থন হারিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত’

জনসমর্থন হারিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুল করিম।

নিউ ইর্য়ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 10:27 AM
Updated : 8 Jan 2017, 10:27 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের র‌্যালি শেষে সমাবেশে তিনি বলেন, "জনসমর্থন হারিয়ে বিএনপি-জামাতের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওদের ব্যাপারে চোখ-কান খোলা রাখতে হবে।"

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, "বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকে প্রতিহত করে ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রকে রক্ষা করা হয়।

"আর এরমধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাঙালির নবজাগরণ ঘটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।"

র‍্যালিতে অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি  আকতার হোসেন, মাহাবুবুর রহমান, সৈয়দ বসারত আলী, আবুল কাশেম, সামছুদ্দীন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসীব মামুন ও আব্দুর রহিম বাদশা, ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেমান আলী, কার্যকরী সদস্য খোরশেদ খন্দকার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রদীপ কর, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সহ সভাপতি হোসেন সোহেল রানা, যুবলীগ নেতা আবু তাহের, গণেশ কির্তনীয়া ও শেখ হাসিনা মঞ্চের নেতা কায়কোবাদ খান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!