হলিউডে সম্মাননা পাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাদার টাং’

প্রবাসী প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতির সংযোগ ও সঙ্কট নিয়ে তৈরি প্রামাণ্য চিত্র ‘মাদার টাং’ হলিউড থেকে দুটো সম্মাননা পাচ্ছে।

সোহেল সোহরাব, কানাডার টরন্টো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 10:25 AM
Updated : 9 Dec 2016, 10:25 AM

আগামী ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে হলিউডের রালিগ স্টুডিওতে ‘মাদার টাং’ এর নির্মাতা নাদিম ইকবালের হাতে তুলে দেওয়া হবে ‘হলিউড ইন্টারন্যাশনাল ইনডিপেন্ডেন্ট অ্যাওয়ার্ড’।

এদিকে হলিউড ভিত্তিক ‘ফেমাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’এ ‘প্লাটিনাম অ্যাওয়ার্ড’ পেয়েছে ‘মাদার টাং’। এই  সম্মাননা দেওয়ার তারিখ এখনো ঘোষিত হয়নি।

‘মাদার টাং’ এর কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন প্রৌঢ়- যিনি বাংলাদেশের কবি। তিনি ভাষা আন্দোলনের একজন সৈনিক, যে লড়াইয়ের রেশ ধরেই স্বাধীন বাংলাদেশের জন্ম। সেই কবির পরের প্রজন্ম হয়েছে প্রবাসী। বাংলাদেশে জন্ম নেওয়া কিন্তু প্রবাসে বেড়ে ওঠা তার নাতনীকে ঘিরে ভাষা আর সংস্কৃতির সংযোগের সূত্রটি ছিঁড়ে যাওয়ার আশংকাজনিত বেদনাবোধ নিয়ে তৈরি হয়েছে ‘মাদার টাং’।

বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান নির্মাতা নাদিম ইকবাল বলেন, “ছবি বানাতে ভালো লাগে,তাই ছবি বানাই। চোখের সামনে দেখা-শোনা বিষয়কেই আমি চিত্রায়িত করার চেষ্টা করি।”