নিউ ইয়র্কে ‘চট্টগ্রাম সমিতি’র মতবিনিময় সভা

উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘চট্রগ্রাম সমিতি’র মতবিনিময় সভায় চট্টগ্রামের পরিকল্পিত নগর উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিডিএ) এর চেয়ারম্যান আব্দুস সালাম।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 08:42 AM
Updated : 21 Oct 2016, 08:42 AM

বুধবার স্থানীয় সময় রাতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা হয়। 

সভায় সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে প্রবাসীরাও নিতে পারেন। প্লট ও এপার্টমেন্ট ক্রয়ের জন্যে প্রবাসীরা আবেদন করতে পারবেন।’

বিগত নগর প্রশাসনের ডাকে সাড়া দিয়ে ‘লেক সিটি’তে আবেদন করার পর যারা এখনও প্লট বুঝে পাননি, তাদের সে আইনগত জটিলতার অবসানে বর্তমান প্রশাসন কাজ করছে উল্লেখ করেন সিডিএ চেয়ারম্যান।

সিডিএ চেয়ারম্যান আরও বলেন, “পরিকল্পিত আধুনিক নগরী গড়তে প্ল্যান অনুযায়ী কাজ করছি। যা পরিকল্পিত নগরীর উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।”

সিডিএ চেয়ারম্যান আব্দুস সালামকে সম্মানসূচক ‘আজীবন সদস্য’র ক্রেস্ট দিচ্ছে চট্টগ্রাম সমিতি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ‘চট্টগ্রাম সমিতি’র সভাপতি আকবর আলী ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আব্দুল কাদের মিয়া, চট্টগ্রাম সমিতির ট্রাস্টি র্বোড কো-চেয়ারম্যান হাজী শাহজাহান সিরাজী, ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম এবং সরওয়ার জামান, সাবেক নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, গিয়াস উদ্দিন চৌধুরী, শামছুল আলম চৌধুরী, মফজল আহমেদ, মোঃ শাহজাহান, মো. নাজির, সাবেক সিনিয়র সহ সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সাবেক সহ-সভাপতি আবদুল হাই জিয়া, সহ সভাপতি জসিম উদ্দিন, প্রচার ও প্রকশনা সম্পাদক আশরাফ আলী খান লিটন, জাহাঙ্গীর আলম, আলম বাহার, মতিউর রহমান, জসিম উদ্দিন, মো. করিম, নূরছাপা, সুমন উদ্দিন ও মো. আলম।