অবৈধ অভিবাসীদের তিন মাসের সুযোগ দিচ্ছে কাতার

কাতারে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের জন্য তিন মাসের ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে কাতার সরকার, যার আওতায় এই সময়ের মধ্যে সরকারের অনুমতি নিয়ে দেশ ছাড়ার সুযোগ পাবেন অবৈধরা।

মামুন সন্দ্বীপ, দোহা কাতার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 01:27 PM
Updated : 26 August 2016, 01:27 PM

বৃহস্পতিবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এই ঘোষণায় কোন বিদেশি কোন ধরনের আইনি পদক্ষেপ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে পারবেন।

‘সাধারণ ক্ষমা’র এই ঘোষণা ১ সেপ্টেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। কাতার সরকারের পক্ষ থেকে এটি তৃতীয়বারের মতো ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করা হল।

কাতারের ইংরেজি দৈনিক গালফ টাইমস এর খবরে বলা হয়, যে সব বিদেশি আইন লংঘন করে কাতারে অবস্থান করছেন, তারা কোন ধরনের আইনি জঠিলতা ছাড়া দেশত্যাগ করতে পারবেন।’

অবৈধ অভিবাসীদের কাতারের সিআইডি ডিপার্টম্যান্টে (search and follow up department) এর সঙ্গে যোগাযোগ করে তার দেশে যাওয়ার ‘এক্সিট পারমিট’ বা ‘খুরুজ’ নিতে পারবেন।

এর আগে ২০০৪ সালে এই ধরনের ঘোষণার আওতায় তিন মাসে প্রায় ৬ হাজার প্রবাসী এই সুবিধা নিয়েছিলেন।