প্যারিসে রবীন্দ্রনাথকে স্মরণ

প্যারিসে একদল প্রবাসী সাহিত্যিকদের সংগঠন ‘অক্ষর’ বাংলা সাহিত্যের কবি রবীন্দ্রনাথকে তার প্রয়াণ দিবসে স্মরণ করে কবিতা পাঠের আয়োজন করেছেন।

জামান বদরুল, প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 03:08 PM
Updated : 24 August 2016, 03:10 PM

মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে জোয়ান মিরোর উদ্যানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের(৭ই মে ১৮৬১-৭ই অগাস্ট ১৯৪১) প্রয়াণ দিবসকে কেন্দ্র করে কবি'র গান, কবিতা ও ছড়া পাঠের মাধ্যমে এই স্মরণসভা পালন করা হয়েছে।

প্যারিসের ‘প্যারিস-১৩’ এলাকার ‘প্যাসাজ র‌্যামন্ড’ রাস্তাটির নাম বদলে ১৯৯৮ সালে ‘rue tagore’(ঠাকুর) নামকরণ করা হয়। এ রাস্তাসংলগ্ন উদ্যানটির নাম স্পেনের চিত্রশিল্পী জোয়ান মিরোর নামে। সেই উদ্যানে স্থাপিত হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি।
প্যারিস-১৩ এর জোয়ান মিরো উদ্যানে কবির আবক্ষ মূর্তির পাদদেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহানের তত্ত্বাবধানে এবং মুনির কাদের ও সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় গিয়াস বাবু, মুনির কাদের, সাইফুল ইসলাম, বদরুজ্জামান জামান, জান্নাতুল ফেরদৌস, মুহাম্মদ গোলাম মোরশেদ, মো. ইব্রাহীম খলিল, জান্নাতুল মেওয়া চৌধুরী, লিমা খান, আলেক রোজারিও ও চৌধুরী রেজাউল হায়দার কবিতা পাঠ করেন।