সাকার মৃত্যুদণ্ড বহালে প্রবাসীদের সন্তোষ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের রায়েও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন একদল আমেরিকা প্রবাসী।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 09:53 AM
Updated : 31 July 2015, 09:53 AM

নিউ ইয়র্কে ২৯ জুলাই বুধবার স্থানীয় সময় প্রথম প্রহরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের রায়েও সাকা চৌধুরীর ফাঁসির রায় বহালের খবরে জ্যাকসন হাইটসে জড়ো হওয়া গণজাগরণ মঞ্চ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।  

সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহালের গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। যোগ দেন মুক্তিযোদ্ধারাও। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ এবং আবুল হাসিব মামুন প্রমুখ।

বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিউ ইয়র্কের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদসহ অনেক প্রবাসী জড়ো হন গণজাগরণ মঞ্চের ব্যানারের সামনে। তারা সাকা চৌধুরীকে দেওয়া সর্বোচ্চ আদালতের মৃত্যুদণ্ডাদেশ দ্রুত কার্যকরের দাবি জানান।

এ সময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-সাকা চৌধুরীর ফাঁসি চাই’, ‘চট্টগ্রামের কসাই সাকার ফাঁসি চাই’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘পদ্মা মেঘনা যমুনা-তোমার আমার ঠিকানা’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি শ্লোগান ওঠে এই সমাবেশ থেকে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লেখক বেলাল বেগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান আরিফ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, সাবেক ছাত্রনেতা রাজিব আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা হাকিকুল ইসলাম খোকন, গণজাগরণ মঞ্চের মোজাহিদ আনসারী, মিনহাজ আহমেদ সাম্মু, গোপাল সান্যাল উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্কে ২৭ জুলাই থেকে গণজাগরণমঞ্চের উদ্যোগে সাকা চৌধুরীর সর্বোচ্চ শাস্তি বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি চলছিল।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com