গণতন্ত্র ‘পোড়ানোর’ চক্রান্তে বিএনপি: ইনু 

বিএনপি গণতন্ত্রের চর্চা নয়, বরং গণতন্ত্র পোড়ানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 12:35 PM
Updated : 29 May 2015, 12:35 PM

শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ইনু বলেন, বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করছে, তারা বাদে সবাই গণতান্ত্রিক চর্চা করছে।

“বিএনপির নের্তৃবৃন্দই ঠিক করুক, মানুষ পোড়ানোর রাজনীতির প্রধান কারিগর খালেদা জিয়াকে তারা বাদ দেবে নাকি তাকে সাথে নিয়ে গণতন্ত্রকে পোড়ানোর চক্রান্ত করবে।”

এসময় মন্ত্রী বিচার বর্হিভুত হত্যাকাণ্ডের বিষয়েও কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, “এ ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার। বিচার বর্হিভূত হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্র কোন অনুমোদন দেয় না।

“এ নিয়ে কোন অভিযোগ থাকলে অতীতেও তদন্ত হয়েছে। যারা জড়িত ছিল তারা দোষী সাব্যস্ত হলে প্রশাসন থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে।”

ভারতের মেঘালয় রাজ্যে আটক বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফেরত আনার ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে তথ্যমন্ত্রী বলেন, “যে কোন বিচারাধীন আসামিকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনার যে আইনানুগ ব্যবস্থা।”

সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, পুলিশ সুপার প্রলয় চিসিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।