মেয়র পদে মনোনয়নপত্র নিলেন গণসংহতির সাকী

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 12:16 PM
Updated : 28 March 2015, 01:01 PM

শনিবার বিকালে আগারগাঁওয়ে উত্তর সিটি করপোরশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এসময় সংগঠনের নেতা আব্দুস সালাম, তাসলিমা আখতার, দেওয়ান আব্দুর রশীদ নীলু, ফিরোজ আহমেদ ও জুলহাসনাইন উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে এ পর্যন্ত ২৮ জন ও দক্ষিণে ৩০ জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিতদের পাশাপাশি নির্দলীয় ব্যক্তিরা রয়েছেন।

এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দুই হাজার একশ’র বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার পর্যন্ত মেয়র পদে ঢাকা উত্তরে চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, সামছুল আলম চৌধুরী ও সিপিবির আব্দুল্লাহ আল কাফি রতন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দক্ষিণে আখতারুজ্জামান আয়াতুল্লাহ ও মো. আব্দুল খালেক মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রয়েছে।

আগামী ১ ও ২ এপ্রিল বাছাই, ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রয়েছে। ভোট হবে ২৮ এপ্রিল।

ঢাকা ও চট্টগ্রামে তিন নগরে একদিনেই এবার ভোট হবে।