নাটোরে বিএনপির মিছিল থেকে সংঘর্ষ, পুলিশসহ আহত ৪

সিংড়া পৌর শহরে সোমবার বিএনপির মিছিল থেকে পুলিশের উপর হামলার পর দুপক্ষের সংঘর্ষ হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 01:57 PM
Updated : 26 Jan 2015, 01:57 PM

এরপর কোর্ট মাঠে সমাবেশ করার সময় লাঠিপেটা করে পুলিশ তা পণ্ড করে দিয়েছে।

সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই বিএনপি সমর্থককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হরতালের সমর্থনে বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে মিছিল থেকে ছোড়া ইট-পাটকেলে কয়েকটি ট্রাক ও বাসের গ্লাস ভেঙে যায়।

পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের উপর হামলা চালায়।

এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সিংড়া থানার এসআই মাহবুব হোসেন ও কনস্টেবল দুলাল হোসেন আহত হন।

পরে বিক্ষোভ মিছিলটি কোর্ট মাঠে গিয়ে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে পণ্ড করে দেয়।

এ সময় আহত হন যুবদল নেতা হেলাল উদ্দিন (২৪) ও জহুরুল ইসলাম (২৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান ও গাড়ি ভাংচুরের ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকরা হলেন বিএনপি সমর্থক তানভীর আহমেদ মামুন (৩২) ও লিটন আলী (২১)।