বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2014, 11:05 AM
Updated : 27 Dec 2014, 11:48 AM

পরে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি।  

শনিবার দুপুরে গোপালগঞ্জে পৌঁছেই বঙ্গবন্ধুর সমাধিতে যান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন বঙ্গবন্ধুকন্যা।

শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত নিজ পরিবারের সদস্যদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

পরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

দুপুরে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু ভবনে আলাদাভাবে তার সঙ্গে দেখা করেন গোপালগঞ্জ, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

এসময় ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, উপজেলা ও জেলা অওয়ামী লীগের সম্মেলন দ্রুত শেষ করতে নেতাদের প্রতি নির্দেশ দেন দলীয় সভাপতি। এছাড়া গোপালগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও নেতাকর্মীদের কাছে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা। বিকাল সাড়ে ৪টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার পথে রওনা হন তিনি।