বকশীবাজারের আদালত স্থানান্তরের দাবি

খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজারে বিএনপি ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের প্রেক্ষাপটে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতের স্থান পরিবর্তনের দাবি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 01:09 PM
Updated : 26 Dec 2014, 01:09 PM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নারায়ণগঞ্জ শহরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা নেতারা এ দাবি জানান। 

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের আদালতে হাজিরার দিন বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়েছে।

এ ঘটনায় বিএনপির খালেদা জিয়ার নিরাপত্তা হুমকির মুখে। তাই মামলার পরবর্তী হাজিরার তারিখের আগেই বকশীবাজারের আদালত অন্যত্র স্থানান্তর করতে হবে।

বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা সভাপতি তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।

গত ২৪ ডিসেম্বর খালেদা জিয়া আদালতে আসার সময় বকশীবাজার মোড়ে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়। পরে তা নাজিমউদ্দিন রোড, পলাশী মোড়, চান খাঁর পুল মোড়সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।