না থামলে আপনাদের গাড়িতেও হামলা হবে: বিএনপিকে হানিফ

সাংসদ ছবি বিশ্বাসের গাড়িতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করলে উদ্ভূত পরিস্থিতির দায় তাদের নিতে হবে। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 10:01 AM
Updated : 25 Dec 2014, 10:01 AM

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক বৈঠকের পর দলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, “সন্ত্রাসীদের দিয়ে এসব হামলা বন্ধ করুন। অন্যথায় মানুষ বিক্ষুব্ধ হয়ে আপনাদের গাড়িতেও হামলা করতে পারে।”

বুধবার রাজধানীর বকশীবাজারে বিএনপির সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ চলাকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নেত্রকোনার সাংসদ ছবি বিশ্বাসের গাড়িতে হামলা হয়।

হামলাকারীরা তার গাড়িটি পুড়িয়ে দেয়। সাংসদ নিজেও মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। 

পুলিশ ও আওয়ামী লীগের অভিযোগ, এ হামলা চালিয়েছে বিএনপি সমর্থকরা, যদিও দলটির ভারপ্রাপ্ত মহাসচিব তা অস্বীকার করে সংঘর্ষের জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন।

হানিফ অভিযোগ করেন, দুর্নীতি মামলায় সাজা নিশ্চিত জেনে খালেদা জিয়া ‘বিচার বাধাগ্রস্ত’ করতেই ‘সশস্ত্র ক্যাডার নিয়ে’ আদালতের বাইরে ওই ‘হামলার ঘটনা’ ঘটিয়েছেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে হানিফ বলেন, “সন্ত্রাসী হামলা বন্ধ না করলে উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব আপনাদেরই নিতে হবে।”

সম্পাদকমণ্ডলীর বৈঠকের বিষয়ে হানিফ বলেন, ৫ জানুয়ারির কর্মসূচি সফল করতে বৈঠকে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। 

গত জাতীয় নির্বাচনে বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ এবার দিনটি উদযাপন করবে  'গণতন্ত্রের বিজয় দিবস' হিসাবে।

সেদিন দেশের সব উপজেলায় শোভাযাত্রা এবং ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ।

বিএনপির বর্জন ও ব্যাপক সহিংসতার মধ্যে ওই নির্বাচনে বিজয়ী হয়েই আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে। 

এক প্রশ্নের জবাবে হানিফ জানান, তারা ইতোমধ্যে ঢাকায় সমাবেশের অনুমতি পেয়েছেন।