জিয়ার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ: অলি

সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের নেতৃত্বেই জনগণ মুক্তিযুদ্ধে গিয়েছিল বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, যিনি কয়েক বছর আগ পর্যন্ত বিএনপিতে ছিলেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2014, 09:38 AM
Updated : 16 Dec 2014, 09:38 AM

বিজয় দিবসে মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর তিনি একথা বলেন।

তবে জনগণ জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধে গেলে বঙ্গবন্ধুসহ অন্য রাজনৈতিক নেতাদের অবস্থান কোথায়, এমন প্রশ্নের জবাব দেননি অলি।

বীর বিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা অলি সরকারের সমালোচনা করে বলেন, “যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, তা বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র আজ গৃহবন্দী। আইনের শাসন বলতে কিছুই আর অবশিষ্ট নাই। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত।

“এখন দেশে চার কোটি বেকার রাস্তায় রাস্তায় ঘুরছে। তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবাধিকার নিশ্চিত করতে হবে।”

‘দেশ সবচেয়ে সংকটকালীন পরিস্থিতি পার করছে’ মন্তব্য করে তিনি বলেন, “এই অবস্থার উত্তরণে সরকার বুদ্ধিমত্তার পরিচয় দিতে না পারলে এমন ঘটনা ঘটতে পারে, যা কেউ আগে কল্পনা করতে পারেনি।”

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করার পর সেনাবাহিনীর চাকরি ছেড়ে তাতে যোগ দেন অলি আহমেদ। ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন তিনি।

জিয়ার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অলি বিএনপি ছেড়ে ২০০৬ সালের ২৬ অক্টোবর এলডিপি গঠন করেন।