শিকাগোতে জিয়ার নামে সড়কের ঘোষণাপত্র খালেদার হাতে

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘জিয়াউর রহমান ওয়ে’ সড়কের ঘোষণাপত্র খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 06:16 PM
Updated : 24 Nov 2014, 06:16 PM

মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে গবেষণাধর্মী সংস্থা ‘জি-নাইন’ এর উদ্যোগে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের কাছে আনুষ্ঠানিকভাবে শিকাগো সিটি কাউন্সিলের দেওয়া ঘোষণাপত্র ও রেপ্লিকা হস্তান্তর করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের এই সড়কটি বাংলাদেশের রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের নামে করা হয়।

ঘোষণাপত্র হস্তান্তর অনুষ্ঠানে ‘জিয়াউর রহমান ওয়ে’ ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ‘জিয়াউর রহমান ওয়ে’র ওপর একটি পোস্টারের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জি নাইন এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শফিক রেহমান।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, দলের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য মুশফিক ফজল আনসারী, জি নাইন এর সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারি জেনারেল সাখাওয়াত হোসেন সায়াহ্ন, রেজাউর রহমান, রুমিন ফারহানা প্রমূখ।

অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, নুর মোহাম্মদ খান, হাবিবুর রহমান হাবিব, শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।