‘ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক’ তারেক: ফখরুল

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক’ অভিহিত করে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ কারণেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 04:19 PM
Updated : 20 Nov 2014, 04:20 PM

তারেকের জন্মদিনে বৃহস্পতিবার ছাত্রদলের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

নানা আয়োজনের মধ্য দিয়ে তারেকের ৫০তম জন্মদিন উদযাপন করছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো, যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে দেখে আসছে নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার প্রথম প্রহরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করেন খালেদা জিয়া। এর আগে বুধবার বিকালে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেকের জন্মদিনে সহযোগী বিভিন্ন সংগঠনের উদ্যোগে এদিন কেক কাটার পাশাপাশি আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ইত্যাদি হয়।

ছাত্রদলের আলোচনায় ফখরুল বলেন, “আমরা তারেক রহমানকে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে চিন্তা করি। সেজন্য তার বিরুদ্ধে সরকার একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে।

“অথচ ওই সব মামলার একটিও তারা প্রমাণ করতে পারেনি। মানি লন্ডারিং মামলায় আদালত তাকে (তারেক রহমান) বেকসুর খালাস দেওয়ার পর ওই বিচারককে পালিয়ে যেতে হয়েছে।”

তারেক রহমান বিভিন্ন মামলা মাথায় নিয়ে ছয় বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন। তার বিরুদ্ধে মামলাগুলো ষড়যন্ত্রমূলক বলে বিএনপির দাবি। 

২০০৭ সালে জরুরি অবস্থায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে পরের বছরই লন্ডন যান তারেক। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন বলে বিএনপি নেতারা বলে আসছেন।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক ১৯৬৫ সালের ২০ নভেম্বর বগুড়ায় জন্ম নেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে দলের জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব হন তিনি। পরে কাউন্সিলে তিনি প্রবাসে থাকা অবস্থায় জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

তারেকের জন্মদিনে বিকালে আলোচনা সভার আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকালে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়, তাতে বিজয়ীদের মধ্যে বিকালে পুরস্কার দেওয়া হয়।

ফখরুল বলেন, “তারেক রহমান আমাদের মাঝে নেই। তিনি আমাদের থেকে হাজার হাজার মাইলে দূরে নির্বাসিত জীবন-যাপন করছে।

“যারা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা ’৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করেছে, যারা বিচারপতি আবদুস সাত্তারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল, যারা ১/১১ সময়ে অবৈধভাবে ক্ষমতায় আসীন হয়েছিল, তাদের কারণে তারেক রহমান আজ নির্বাসিত।”

আওয়ামী লীগের দেশ পরিচালনার সমালোচনা করে তাদের হটাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, “আজ ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। একজন নিহত হয়েছে।

“নির্বাচন চলাকালে তিন মাসে এভাবে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ৩১০ জনকে হত্যা করেছে। ৬৫ জনকে গুম করেছে। আজও গুম হওয়া পরিবারের সদস্যরা আর্তনাদ করে।”

ছাত্রদলের এই আলোচনা সভায় সংগঠনের সাবেক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবউন নবী খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু, এবিএম মোশাররফ হোসেন, আবদুল কাদের জুয়েল, হাবিবুর রশীদ হাবিব।

ছাত্রদল সভাপতি রাজিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

এদিকে নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করে মহিলা দল। ফখরুল কেক কাটেন, উপস্থিত ছিলেন সেলিমা রহমান, নুরী আরা সাফা, শিরিন সুলতানা প্রমুখ।

ছাত্রদলের পদবঞ্চিতরাও কেক কেটেছে

নতুন কমিটি বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্রদলের নেতা-কর্মীরাও দুপুরে জাতীয় প্রেসক্লাবে কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেছে।

এ সময়ে উপস্থিত ছিলেন আনিসুর রহমান তালুকদার খোকন, আবু সাঈদ, গাজী রিজওয়ানুল হক রিয়াজ, তরুণ দে, জাবেদ হাসান স্বাধীন, ফেরদৌস আহমেদ মুন্না, নুরুজ্জামান মুকিত লিংকন, তরিকুল ইসলাম টিটো, হাবিবুর রহমান সুমন, জাকির আহমেদ বাবু, আবদুল গাফফার, এস এম মোশারফ হোসেন মশু প্রমুখ।