বিএনপি নেতা খোকার বিরুদ্ধে পরোয়ানা

নাশকতার এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 12:00 PM
Updated : 21 Oct 2014, 12:00 PM

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জহুরুল হক মঙ্গলবার পরোয়ানা জারির পাশাপাশি আগামী ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

সাদেক হোসেন খোকা, ফাইল ছবি

গত বছর ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের এক নম্বর ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক রাজু আহমেদ ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ৭ মার্চ আদালতে অভিযোগপত্র দেন একই থানার উপপরিদর্শক মো. মশিউর রহমান।

আইনজীবী তৌহিদ জানান, মামলার এজাহারে ১৩ জনের থাকলেও অভিযোগপত্রে ২৩ জনের নাম উল্লেখ করা হয়।

“এজাহারে খোকার নাম না থাকলেও অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত করা হয়।”

ঢাকার সাবেক মেয়র খোকা চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।