বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীরকে দুদকে তলব

জমি বরাদ্দে অনিয়মের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 04:20 PM
Updated : 14 Sept 2014, 04:20 PM

Talukdar, Kabir and Dewan quit LDP

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীরকে তলব করে রোববার চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রীর পাশাপাশি এই মামলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক তিন সদস্য আজহারুল হক, মনসুর আলম ও মতিয়ার রহমানকেও চিঠি দেয়া হয়েছে।

“চিঠিতে এই চারজনকে আগামী ২১ সেপ্টেম্বর কমিশনে উপস্থিত হতে বলা হয়েছে। দুদকের দায়ের করা মামলার তদন্তের স্বার্থেই তাদের তলব করা হয়েছে।”

২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে রাজধানীর মিরপুরের সাত একর জমি ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতিকে নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযোগের তদন্ত শেষে চলতি বছরের ৩ মার্চ দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, নিয়মবহির্ভূতভাবে জমি বরাদ্দ দেয়ায় সরকারের ১৫ কোটি ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে।