জবানবন্দি দিলেন সুনামগঞ্জের বিএনপি নেতা মুজিবুর

সম্প্রতি উদ্ধার হওয়া সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়িচালক আদালতে জবানবন্দি দিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 11:59 AM
Updated : 28 August 2014, 12:20 PM

বৃহস্পতিবার দুপুরে তাদেরকে সুনামগঞ্জের বিচারিক হাকিম শ্যাম কান্ত সিনহার আদালতে নেওয়া হয়।

বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জের সদর থানার ওসি জানে আলম জানান, বিচারকের খাস কামরায় প্রথমে জেলা বিএনপির সদস্য যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিব ও পরে তার গাড়িচালক রেজাউল হক সুহেলের জবানবন্দি নেওয়া হয়।

ফাইল ছবি

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ দিন মুজিব ও সুহেলকে সঙ্গে নিয়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অধিকতর তদন্তের জন্য ইতোমধ্যে মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে বলে তিনি জানান।

গত ৪ মে সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগদান শেষে সিলেট যাওয়ার পথে মুজিবুর ও সুহেল অপহৃত হন। সাড়ে তিন মাস পর গত ১৮ অগাস্ট ভোরে গাজীপুরের টঙ্গীর একটি সেতুর কাছে চোখ বেঁধে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। এরপর মুজিবুর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও দুদিন সুহেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। ২০ অগাস্ট সকালে রাজধানীর গুলশান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

ওইদিন রাতেই দুজনকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়।