খালেদার মুক্তির দাবিতে ১২ মানববন্ধনের কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় ১২ দিন মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এসব মানববন্ধন করবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 10:04 AM
Updated : 12 Sept 2019, 10:04 AM

নয়া পল্টনে  দলের কার্যালয়ে বৃহস্পতিবার সকালে সংগঠনগুলোর এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।

১৫ সেপ্টেম্বর মৎস্যজীবী দল, ১৬ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা দল, ১৭ সেপ্টেম্বর তাঁতী দল, ১৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এইবি),১৯ সেপ্টেম্বর ডক্টরস অ্যাসোসিয়েন অব বাংলাদেশ(ড্যাব), ২০ সেপ্টেম্বর যুব দল, ২১ সেপ্টেম্বর ওলামা দল, ২২ সেপ্টেম্বর মহিলা দল, ২৪ সেপ্টেম্বর কৃষক দল, ২৫ সেপ্টেম্বর শ্রমিক দল, ২৭ সেপ্টেম্বর এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এ্যাব) ও ২৮ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল মানববন্ধন করবে বলে জানান তিনি।

তবে এসব কর্মসূচির স্থান এবং সময় জানাননি ফখরুল।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক ঘণ্টা মানববন্ধন করে বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল ঢাকায় মানববন্ধন হয়েছে। আজকে সারাদেশে হচ্ছে। এরপর মঙ্গলবার থেকে আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পর্যায়ক্রমে মানববন্ধন করবে।

“অর্থাৎ এই মানববন্ধনের মাধ্যমে আমরা দেশনেত্রী গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সামনে নিয়ে আসব।”

বৃহস্পতিবারের যৌথসভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, অঙ্গসংগঠনের সালাউদ্দিন টুকু, হারুনুর রশীদ, আবদুস সালাম, রিয়াজুল ইসলাম রিজু, হাছিন আহমেদ, সুলতান সাদেক আহমেদ খান, আবদুল হালিম, সুলতানা আহমেদ, রফিকুল ইসলাম মাহতাব, শাহ নেছারুল হক, নজরুল ইসলাম মজুমদার, মোস্তাফিজুল করীম মজুমদার, আবুল কালাম আজাদ, মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।