রাজনীতিকদের সঙ্গে ইফতারে খালেদা জিয়া

রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2017, 02:15 PM
Updated : 5 June 2017, 02:15 PM

সোমবার বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘নবরাত্রি হলে’ এই ইফতার অনুষ্ঠানে ছিলেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীও ।

ইফতারে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, তার স্ত্রী তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার  অংশ নেন।

ইফতারের আগে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে প্রবেশ করে প্রথম সারিতে বসা বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব ও তার স্ত্রী তানিয়া রব, মাহমুদুর রহমান মান্নার টেবিলে এসে বসেন। প্রথমেই কুশল বিনিয়য় করেন তাদের সাথে। কথা বলেন আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্নার সঙ্গেও। প্রায় ৭ মিনিট এই আলাপচারিতায় দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের খোলামেলা কথা বলতে দেখা যায়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার ও জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানও ছিলেন।

এর পর খালেদা জিয়া আমন্ত্রিত অতিথিদের টেবিল ঘুরে ‍কুশল বিনিময় করেন।  

বদরুদ্দোজা চৌধুরী চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমেদ, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকিব, জাতীয় পার্টি (কাজী জাফর) টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি সদ্য প্রয়াত শফিউল আলম প্রধানের স্ত্রী অধ্যাপিকা রেহমান প্রধানসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে মূল টেবিলে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।

২০ দলীয় জোটের অন্য শরিকদের মধ্যে খেলাফত মজলিশের মাওলানা সৈয়দ মজিবুর রহমান, আহমেদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নুর হোসেন কাশেমী, মুফতি আবদুর রব ইউসুফী, বিজেপির আবদুল মতিন সউদ, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, এলডিপির রেদোয়ান আহমেদ, সাহাদাত হোসেন সেলিম, জাগপার খোন্দকার লুৎফর রহমান, ব্যারিস্টার তাসমিয়া প্রধান, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, ন্যাপের জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস লীগের গরীবে নেওয়াজ, সৈয়দ মাহবুব হোসেন, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএলর সাইফুদ্দিন মনি, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা প্রমুখ ইফতারে অংশ নেন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নায়েবে আমীর আ ন ম শামসুল ইসলাম, মিয়া গোলাম পরোয়ার, কর্ম পরিষদ সদস্য সেলিম উদ্দিন, মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, শামীম সাঈদী প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে ইফতারে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, শাহ নোসারুল হক, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিরুল ইসলাম খান আলিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।