সদস্য সংগ্রহে ‘টার্গেট’ নতুন ও নারী ভোটার: কাদের

সদস্য সংগ্রহের ক্ষেত্রে নতুন ও নারী ভোটারদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 02:33 PM
Updated : 22 May 2017, 02:33 PM

সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পর নেতাদের এ নির্দেশনা দেন তিনি।

দ্রুত মহানগর আওয়ামী লীগের অধীন সব থানা, ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দিয়ে সদস্য সংগ্রহে নামতে বলেন কাদের।

তিনি বলেন, “এই মাসের মধ্যে আপনার থানা-ওয়ার্ডের কমিটি পূর্ণাঙ্গ করুন। এরপর আপনারা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ করুন। আর সদস্য সংগ্রহের ক্ষেত্রে ফাস্ট টাইম ভোটাররাই হবে ফাস্ট টার্গেট।

“তাদেরকে আওয়ামী লীগের সদস্য একবার করতে পারলে, মনের মধ্যে দলের জন্য একটা তাগিদ হয়ে যাবে, যে আমি এই দলের সদস্য।”

সদস্য করার ক্ষেত্রে নারীরা দ্বিতীয় টার্গেট হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমাদের দেশের প্রায় অর্ধেক ভোটারই নারী। তাদের গুরুত্ব অনেক বেশি। দ্বিতীয় টার্গেট হবে নারী ভোটারদের সদস্য করা।”

গত শনিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার মাধ্যমে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

তরুণ এবং নারী ভোটারের পাশাপাশি পাড়া-মহল্লার সম্মানিত ব্যক্তিদের সদস্য করার তাগিদ দিয়ে কাদের বলেন, “পাড়া মহল্লায় অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন, যাদের কথা অনেকে মূল্যায়ন করে, আপনারা তাদেরকে সদস্য করুন। মসজিদের ইমাম, স্কুলের শিক্ষককে সদস্য করুন।”

বিএনপিকে দুর্বল মনে না করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মনে রাখতে হবে বিএনপি হলো আওয়ামী লীগবিরোধী শক্তির একটা প্ল্যাটফর্ম। সমর্থনের দিক দিয়ে তারা আমাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তাদের পাত্তাই দিলাম না এটা ঠিক না। আওয়ামী লীগবিরোধী শক্তিরা আলাদা আলাদা থাকলেও ভোটের সময় এক হয়ে যাবে।”

আওয়ামী লীগের যেসব নেতাকর্মী চাটুকারিতায় ব্যস্ত তাদের উদ্দেশ্য করে কাদের বলেন, “চাটুকারিতা, মোসাহেবরা ভয়ঙ্কর। তারা সাম্প্রদায়িক অপশক্তি থেকে ভয়ঙ্কর।”

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।