ছাত্রলীগের ব্যানার-ফেস্টুনে সভাপতি-সম্পাদকের ছবি নয়

ব্যানার-ফেস্টুন ও পোস্টারে কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার না করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 05:21 PM
Updated : 25 April 2017, 05:21 PM

এখন থেকে যে কোন ধরনের ব্যানার-ফেস্টুন ও পোস্টারে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার সংগঠনটির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এছাড়া ইতোমধ্যে যে সব নেতা-কর্মী বিভিন্ন কর্মসূচি ও দিবস উপলক্ষে নিজেদের ব্যানার-ফেস্টুন ও পোস্টারে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের ছবি ব্যবহার করেছেন, তা আগামী তিন দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছবির ব্যবহারে নেতা-কর্মীদের অনেকেই ভুল করে ফেলেন।অনেক সময় ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির চেয়ে সভাপতি-সাধারণ সম্পাদকের ছবি বড় করে ছাপিয়ে ফেলেন অনেক নেতাকর্মী।

“বিষয়টি নিয়ে আমরা বিব্রত হই।তাই ঝামেলা এড়াতে সভাপতি-সাধারণ সম্পাদকের ছবি একেবারে নিষিদ্ধ করা হয়েছে।”

সজীব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার বাধ্যতামূলক করার কারণ জানতে চাইলে তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় বর্তমান তরুণ প্রজন্মের আইডল।

“তিনি দেশের তথ্যপ্রযুক্তি খাত প্রসারে নেতৃত্ব দিচ্ছেন।তাই তার ছবি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।”