কাজী আরেফ হত্যার পরিকল্পনাকারীদেরও শাস্তির দাবি

জাসদ নেতা কাজী আরেফ হত্যা কাণ্ডের মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তার তার রাজনৈতিক সহযোগীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 06:11 PM
Updated : 23 Feb 2017, 06:36 PM

বৃহস্পতিবার ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কাজী আরেফের অষ্টাদশ মৃত্যুীবার্ষিকীতে জাসদের আলোচনা সভায় এই দাবি জানানো হয়।

মুক্তিযুদ্ধের অন্যোতম সংগঠক কাজী আরেফ হত্যাষমামলার আসামিদের মৃত্যুূদণ্ড গত বছরই কার্যকর হয়েছে।

স্মরণ সভায় ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, “আরেফ হত্যা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কারা এ হত্যার বেনিফিসিয়ারি তাদের মাঝে খুঁজলেই আরেফ হত্যার পরিকল্পনাকারীদের পাওয়া যাবে।”

জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, “কাজী আরেফ স্বাধীন বাংলা নিউক্লিয়াসের উদ্যোক্তা ছিলেন। সেই নিউক্লিয়াসের আদর্শ ও পথ ধরে বাংলাদেশের ছাত্র-যুব-নারী সমাজকে শোষণমুক্ত শক্তিশালী দেশ গড়তে এগিয়ে যেতে হবে।”

আম্বিয়ার সভাপতিত্বে সভায় জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদল এমপি, শহীদ কাজী আরেফ আহমেদের স্ত্রী রওশন জাহান সাথী, জাসদ স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন ও মো. খালেদ বক্তব্যআ রাখেন। সভা পরিচালনা করেন জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তাফসির।