নতুন কমিটিকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার ফুল

সম্মেলনে নির্বাচিত নতুন কমিটির সদস‌্যদের নিয়ে বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 01:47 PM
Updated : 25 Oct 2016, 01:47 PM

মঙ্গলবার বিকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে একা ফুল দেন শেখ হাসিনা। পরে নতুন সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন‌্যদের নিয়ে ফুল দেন তিনি। সদ‌্যবিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও উপস্থিত ছিলেন।

সভাপতিমণ্ডলীর নতুন সদস‌্য, নতুন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস‌্যরাও ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধুর প্রতিকৃতির ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সবাই।

এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে টানা অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন‌্যা হাসিনা। ওবায়দুল কাদের প্রথম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কাউন্সিলেই সভাপতিমণ্ডলীর সদস্য হিসাবে সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, পিযুষ কান্তি ভট্টাচার্য‌্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন ও আবদুল মান্নান খানের নাম ঘোষণা করা হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহাবুব-উল-আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানের নাম কাউন্সিলে ঘোষণা করেন শেখ হাসিনা। কোষাধ‌্যক্ষ পদে রাখা হয় এন এইচ আশিকুর রহমানকে।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার আটজন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মো. মিসবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ঘোষণা করেন।

১৯ জন সম্পাদকের মধ্যে ১৪ জনের নামও ঘোষণা করেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক।