ফখরুল দুদু আমানের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগপত্র

জাতীয় নির্বাচনের বর্ষপূতি ঘিরে রাজধানীর পল্টন থানা এলাকায় নাশকতার ঘটনায় দায়ের দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 11:16 AM
Updated : 14 Feb 2016, 12:16 PM
রোবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এসব অভিযোগপত্র জমা দেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) তদন্ত কর্মকর্তা বিবেকানন্দ দেবনাথ ও এসআই আব্দুল জলিল।

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, খায়রুল কবীর খোকন, শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সপু এবং ডা. এ জে এম জাহিদ হোসেনকেও সব অভিযোগপত্রে আসামি করা হয়েছে।

আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটিতে গত বছরের ৪ জানুয়ারি পল্টনের আজাদ প্রোডাক্টসের সামনে নিউ ভিশন কোম্পানির গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মির্জা ফখরুলসহ ৪০ জনকে আসামি করা হয়েছে।

আরেকটিতে পরদিন ফকিরাপুলের ডিআইট এক্সটেনশন সড়কে একটি হোটেলের সামনে এসআই জাহিদ হোসেনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে ৫৩ জনের বিরুদ্ধে।

আর দুই মামলার একটিতে বিস্ফোরকের ঘটনায় পৃথক অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান এসআই জালাল।