পৌর নির্বাচনে ‘দলীয়করণের গন্ধ’ পাচ্ছে বিএনপি

সিটি করপোরেশন নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলার পর আসন্ন আসন্ন পৌরসভা নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 11:29 AM
Updated : 24 Nov 2015, 11:29 AM

দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, “সরকার তাড়াহুড়ো করে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতে আমরা অতীতের ন্যায় দলীয়করণের গন্ধ পাচ্ছি।”

বাংলাদেশের ২৩৪ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে ইসি তফসিল ঘোষণার পরপরই মঙ্গলবার এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

স্থানীয় সরকারের আইন বদলে যাওয়ায় এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভার মেয়র পদে নির্বাচন হবে। তবে কাউন্সিলর পদের ভোট আগের মতোই নির্দলীয় ভাবে হবে। 

প্রথমে মেয়র-কাউন্সিলর সব পদেই দলীয় প্রতীকে ভোটের সুযোগ রেখে আইন সংশোধন করেছিল সরকার। কিন্তু এক সপ্তাহের মধ্যে তাতে পুনরায় সংশোধন আনা হয়। 

হান্নান শাহ বলেন, “আগে তো তারা প্রার্থীদের সমর্থন দিত, তাতেই প্রশাসনের কিছু অংশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিত। এবার তো সরকারের তরফ থেকেই সরাসরি মনোনয়ন দেওয়া হচ্ছে।

“তাই আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না, শান্তিপূর্ণভাবে হবে কি না এবং নিরপেক্ষভাবে হবে কি না, আমাদের আশঙ্কা রয়েছে।”

তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরান ঢাকায় ঢাকা আইনজীবী সমিতির ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন হান্নান শাহ।

আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন ‘নিরপেক্ষভাবে’ হবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

“অনেকে আমাকে বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু হবে কি না? আমি তাদের বলি, লাগাইছি কলা গাছ, এটার মধ্যে তো আম হবে না। এখন আওয়ামী লীগের কাছে আপনারা গণতন্ত্র চান- এটা তো হতে পারে না। তারা তথাকথিত সমাজতন্ত্র চায়, যে সমাজতন্ত্র একদিন অনেকে চেয়েছিলেন।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে এই সভায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, আইনজীবী লুৎফে আলম, হারুনুর রশীদ খান, খোরশেদ আলম, মো. মহসিন মিয়া, ফখরুল হোসেন ফকীর, ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন, শাম্মী আখতার ও খন্দকার দিদারুল আলম বক্তব্য রাখেন।

পরে তারেক রহমান ও তার পরিবারের শুভ কামনা করে বিশেষ মোনাজাতের অংশ নেন আইনজীবীরা।