বিপর্যয়ে বিদ্যুৎহীন করাচি

বিদ্যুৎ বিপর্যয়ে পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচির অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 08:51 AM
Updated : 21 Dec 2014, 09:09 AM

রোববার ভোর সকালে শুরু হওয়া এ বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পুরো শহর অন্ধকারে ঢাকা পড়ে বলে জানিয়েছে দ্য ডন।

অপ্রত্যাশিতভাবে পাকিস্তানের জাতীয় গ্রিড থেকে করাচির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে শহরটির নাজিমাবাদ, ডিফেন্স, গুলশান-ই-ইকবাল, নার্সারি, পিইসিএইচএস, শাহ ফয়সাল, নিউ করাচি, ক্লিফটন, ল্যান্ডি, কোরাঙ্গি সহ সিন্ধুর প্রাদেশিক এই রাজধানীটির অধিকাংশ এলাকাই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

জাতীয় গ্রিডে বিদ্যুৎতের এই বিপর্যয়ের কারণে দেশটির সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের অনেক এলাকারও বিদ্যুৎ চলে যায়।

পাকিস্তানের কে-ইলেকট্রিক এর এক মুখপাত্র জানিয়েছেন, জাতীয় গ্রিড থেকে করাচিতে সরবরাহ করা বিদ্যুৎতের উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইনে সৃষ্ট একটি কারিগরি ক্রুটি থেকে এই বিপর্যয়ের ঘটনা ঘটে।

এই ত্রুটি সারাতে বেশ কয়েক ঘ্ন্টা লেগে যাবে বলে জানিয়েছেন তিনি।