কাশ্মীরে বিধানসভা নির্বাচন চলছে

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন চলছে। ভোট গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৭ টা থেকে। পাঁচ দফা এ নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 11:35 AM
Updated : 25 Nov 2014, 06:57 PM

জম্মু ও কাশ্মীরসহ ঝাড়খন্ডেও ভোট চলছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৯ জন প্রার্থী। বিজেপিকে রুখতে এখানে চ্যালেঞ্জ নিয়ে লড়ছে ঝারখন্ড মুক্তি মোর্চা। জায়গাগুলো মাওবাদী প্রভাবিত হওয়ায় এ রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের ১৫ টি বিধানসভা আসনে লড়ছে ১২৩ জন প্রার্থী। ভোটের ফল প্রকাশ হতে পারে ২৩ ডিসেম্বরে। রাস্তায় রাস্তায় বিক্ষোভ এবং জঙ্গি হামলার আশঙ্কায় এখানেও ভোট কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এবারের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো এ রাজ্যে ক্ষমতা জয়ের চেষ্টায় আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সে লক্ষ্যে জম্মু-কাশ্মীরে সবরকমভাবে প্রচার চালিয়েছে বিজেপি।

প্রচার শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। ভোটের আগে বেশ কয়েকবার কাশ্মীরও সফর করেছেন তিনি। রাজ্যে ভয়াবহ বন্যার পর জনরায় এখন কোনদিকে যাবে সেদিকেই আপাতত তাকিয়ে সবাই।