কাবুলের কাছে আত্মঘাতী হামলায় নিহত ১০

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে আপিল আদালতের কর্মীদের বহনকারী একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 25 May 2016, 08:08 AM
Updated : 25 May 2016, 08:08 AM

বুধবারের এ হামলায় আরো চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছেন, গোষ্ঠীটি এটি নিশ্চিত করার পরপরই হামলাটি চালানো হয়।

বুধবার এক বিবৃতি পাঠিয়ে মোল্লা হাইবাতুল্লাহ আখহুনজাদাকে আফগান তালেবানের নতুন নেতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।  

নয়া প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখহুনজাদা তালেবান গোষ্ঠীর সাবেক বিচার বিষয়ক প্রধান এবং তালেবান গোষ্ঠীর দুই উপ-প্রধানের একজন ছিলেন।

বিবৃতিতে বলা হয়, তালেবান নেতাদের বৈঠকে তাকে শীর্ষনেতা নির্বাচন করা হয়।