থাই খাদ্যোৎসব

র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল চলছে থাই খাবারের উৎসব।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2014, 03:40 PM
Updated : 21 Jan 2015, 03:15 PM

উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাদুরাপোচানা ইতারং।

এই আয়োজনে প্যাড থাই, সাতেইস, থাই কারিস, ট্রড মান গুং, লার্ভ নুয়া ইত্যাদিসহ মিলবে থাইল্যান্ডের অনেক ধরনের খাবার। 

থাইবাসীরা সাধারণত সুগন্ধি ও মসলাযুক্ত খাবারের উপর জোর দিয়ে থাকেন। আর এই খাবারের খাঁটি স্বাদ ঢাকাবাসীকে দেওয়ার জন্য থাইল্যান্ড থেকে উড়ে এসেছেন দুইজন থাই শেফ খুন সুমবুন তেমতানানুরাক এবং নাওয়াচল থুয়েকজুনতাকে।

এই উপলক্ষে হোটেলের ওয়াটার গার্ডেন ব্রাসারি রেস্টুরেন্ট সাজানো হয়েছে থাই ঐতিহ্যের আবহে। খাদ্য উৎসবের সহযোগিতায় রয়েছে ঢাকায় অবস্থিত রয়েল থাই দূতাবাস এবং ট্যুরিজম অথোরিটি অব থাইল্যান্ড।

উৎসব চলাকালীন সময়ে আগত অতিথিদের মধ্যে থেকে র‌্যাফেল ড্র’য়ের মাধ্যমে বিজয়ীর পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা আসা যাওয়ার টিকেট এবং ব্যাংককে র‌্যাডিসন ব্লু প্লাজায় দুই রাত কাটানোর সুযোগ।

৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে দশদিন।