শেফ স্পেশাল: চটজলদি দুই সালাদ

সালাদ, বিশ্ব জুড়েই স্বাস্থ্যকর খাবার হিসেবেই বিবেচনা করা হয়। আর এই সালাদ দুটি বানাতে সময় লাগবে খুবই কম।

মিথুন বিশ্বাসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 07:05 AM
Updated : 3 Dec 2016, 10:33 AM

নওরোজ বিন আলি এক্সিকিউটিভ শেফ হিসেবে রাজধানীর ব্রাজিলিয়ান রেস্তোরাঁ 'ব্রাজিল চুরাস্কো'তে আছেন। তিনি দিয়েছেন সালাদের দুটি রেসিপি।

ফ্রেশ গার্ডেন সালাদ

ফ্রেশ গার্ডেন সালাদ

উপকরণ

১০০ গ্রাম শসা, ১০০ গ্রাম টমেটো ও ১০০ গ্রাম গাজর (৩ টি উপকরণই কেটে নিন পাতলা ও লম্বা করে)। লেটুস পাতা ছোট ছোটকরে ছেঁড়া। ধনেপাতা (পরিবেশনের জন্য)।

ব্যালসামিক ভিনেগ্রেট ড্রেসিং: ২৫ এমএল ব্যালসামিক ভিনেগার। ৭৫ এমএল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। স্বাদের জন্য লবণ ও মরিচ।

পদ্ধতি

সবজি ধুয়ে কেটে নিন। একটি পাত্রে ব্যালসামিক ভিনেগার ও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আলতোভাবে ফেটে নিন। এবার শসা, টমেটো, গাজর ও লেটুস পাতা এই পাত্রে ঢালুন। একটু নেড়েচেড়ে ব্যালসামিক ভিনেগ্রেট আর ধনেপাতা ছিটিয়ে দিন। ব্যাস রেডি! মন চাইলে লবণ ও মরিচ দিন!

ট্যাঙ্গি বিফ বেইকন ক্রাঞ্চ পটেটো সালাদ

ট্যাঙ্গি বিফ বেইকন ক্রাঞ্চ পটেটো সালাদ

উপকরণ

১০০ গ্রাম আলু, সিদ্ধ ও হাত দিয়ে চটকানো। ৩ টেবিল-চামচ গার্লক মেয়নেইজ (কুচি করে কাটা রসুন ও মেয়নেইজের মিশ্রণ)। ২০ গ্রাম লেবুর রস। ২০ গ্রাম ধনেপাতা কুচি করে কাটা (পরিবেশনের জন্য)। কয়েকটি বিফ বেইকন ছোট করে কাটা (পরিবেশনের জন্য)। স্বাদের জন্য লবণ ও মরিচ।

পদ্ধতি

একটি পাত্রে আলু, গার্লিক মেয়নেইজ, লেবুর রস একটু লবণ আর মরিচ দিয়ে মিশিয়ে নিন। ধনেপাতা আর বিফ বেইকন ছিটিয়ে দিলেই হয়ে গেল এই সালাদ!