নিউইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশি ডিজাইনার

আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় ডিজাইন ব্র্যান্ড ‘যোএন অ্যাশ’ নিয়ে অংশ নিলেন ডিজাইনার আসমা সুলতানা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 10:08 AM
Updated : 13 Feb 2017, 10:08 AM

৯ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনষ্ঠিত এই ফ্যাশন উইকে ‘যোএন অ্যাশ ফল/উইন্টার ২০১৭’ রানওয়ে শো অনুষ্ঠিত হয়।

ডিজাইনার আসমা সুলতানা’র ৩৪টি অভিজাত সান্ধ্য পোশাক প্রদর্শিত হয় এই ফ্যাশন শোতে। রয়েল এনসিয়েন্স থিম ও ডিজাইন থেকে অনুপ্রেরণা নিয়ে মূলত- মসলিন, কাতান, জামদানি ও টুল ফেব্রিক নিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি পোশাক।

আসমা সুলতানার’ হাত ধরে ২০১৫ সালের ১ নভেম্বর পথচলা শুরু করে প্রতিষ্ঠান যোএন অ্যাশ। শাড়ি, কামিজ, বিয়ের পোশাক, গাউনসহ বিভিন্ন ধরনের পোশাক নিখুঁত ও নিপুন কারিগরী হাতে বানিয়ে দিতে প্রস্তুত প্রতিষ্ঠানটি।

দেশের পরিচিতি লাইফস্টাইল ব্র্যান্ড এক্সট্যাসি’র সাফল্যের পর নতুন এই লেবেলের যাত্রা শুরু হয়। আসমা সুলতানা এক্সট্যাসিরও চেয়ারম্যান হিসাবে কাজ করছেন।