ধানমণ্ডিতে ‘উইন্টার মিটআপ’

ফেইসবুক ভিত্তিক বিভিন্ন সৃজনশীল পেইজের কর্ণধারদের বিভিন্ন পণ্য নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 12:08 PM
Updated : 8 Jan 2017, 12:08 PM

রাজধানীর ধানমণ্ডির ১০/এ-তে অবস্থিত এমআইবি স্পিরিট’য়ে ৫ জানুয়ারি ২০১৭ থেকে আয়োজিত হচ্ছে ‘উইন্টার মিট আপ’।

প্রথম দিন এমআইবি স্পিরিট প্রাঙ্গনে সকল উদ্যোক্তা, ব্লগার এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে আয়োজনের সূচনা ঘটে।

এই আয়োজনে ফেইসবুকের যে পেইজগুলো অংশগ্রহণ করেছেন তাদের বেশিরভা্গই তৈরি পণ্য অনলাইনে বিক্রি করে থাকেন। তাই এই ‘মিট আপ’য়ের মধ্য দিয়ে তাদের গ্রাহকরা সামনা সামনি সব পণ্য দেখার ও কেনার সুযোগ পাবে।

নিজস্ব ডিজাইনের ব্লকের পোশাক, গজ-কাপড়, হাতের কাজের পোশাক, মাটির অনুষঙ্গ, হাতে তৈরি গয়না, নিজস্ব ডিজাইনের গয়নার সম্ভার সাজানো থাকবে বিভিন্ন স্টলে।

৬ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই আয়োজনকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

৬ থেকে ৯ জানুয়ারি আয়োজনে থাকছে ফেইসবুক পেইজ সিক্স ইয়ার্ড স্টোরি, ওয়্যারহাউজ, ফুটিন বিডি, ত্রিওরি, মিহি, স্ট্রিংজ, ফার্মড ম্যাজিক, প্রোপ্ল্যান্টার্স, ক্লে স্টেশন ঢাকা, ডাকপিয়ন এবং পটের বিবি।

১০ জানুয়ারি থাকবে বিশেষ আয়োজন যা সকলের জন্য ‘সারপ্রাইজ’ হিসেবেই রেখেছেন আয়োজকরা।

জানুয়ারি ১১ থেকে ১৪ এই চারদিন থাকছে ফেইসবুক পেইজ লা মোড, অলকানন্দা, গ্লুড টু্গ্যাদার, অর্গানিক এসেনশিয়ালস, দিশা’স রোড ব্লকস-রঙের মানুষ, কারখানা, বি’স ক্লজেট, সুইট পোটাটো, নোকতা, পেবেল, গল্প, বিস্কুট ফ্যাক্টরি, ব্রিজ ফাউন্ডেশন এবং প্রিয়তমেষু।

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ৮ টার পর ব্যান্ডের উপস্থাপনা চলবে।