রঙ বাংলাদেশের সবুজ ঢাকার উদ্দ্যোগ

পরিবেশ দূষণ, গাছ কেটে ফেলা, অসচেতনতা বিভিন্ন কারণে প্রাণহীন হয়ে পড়ছে প্রকৃতি। পরিবেশে তাই রং ফিরিয়ে আনতে সবুজ ঢাকা গড়ার উদ্দ্যোগ নিয়েছে দেশীয় ফ্যাশন ঘর ‘রঙ বাংলাদেশ’।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 04:42 AM
Updated : 26 June 2016, 11:42 AM

প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা প্রকৃতিতে বেড়ে গেলে তা বসবাস অযোগ্য হয়ে যেতে পারে যা মোটেও সুখকর নয়। তাই সময় থাকতেই পরিবেশ বসবাসযোগ্য করে গড়ে তোলার চেষ্টা করা উচিত। আর এই উদ্দেশ্যেই ‘রঙ বাংলাদেশ’এর এই উদ্যোগ।

বীজ বিতরণ কর্মসূচিতে এই রমজান মাসে দুই লাখ মানুষের কাছে সবুজ ঢাকা বিভিন্ন ধরনের বীজ বিতরণ করছে। এই উদ্দেশ্যে ৩৬টি স্কুল, ৩৬টি মসজিদ এবং ১০০টি প্রতিষ্ঠানে ভালো জাতের ধনেপাতা, পুদিনা পাতা, মরিচ, বোম্বাই মরিচ, শসা, ক্যাপসিকাম ইত্যাদি গাছের বীজ বিতরণ করা হয় বিনামূল্যে।

ব্যবসায়িক চিন্তার বাইরে এই রমজানে সামাজিক দায়বদ্ধতা থেকে এই বীজ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে তারা। মাসব্যাপী ‘রঙ বাংলাদেশের’ যে কোনো বিক্রয়কেন্দ্র থেকে ক্রেতারা পাবেন তিন হাজার বীজের প্যাকেট। যে কোনো মূল্যে পণ্য কিনলেই বীজের প্যাকেট পাবেন ক্রেতারা।

নিজ নিজ বাসার যে কোনো অংশে বাগান করার জন্য সকলকে উৎসাহিত করার প্রচেষ্টা করছে তারা।