ঢাকা রেস্টুরেন্ট উইক ২০১৬

ভোজন রসিকদের নিয়ে গড়া ফেইসবুক গ্রুপ ‘ঢাকা ফুডিজ’ দ্বিতীয়বারের মতো এই আয়োজন করতে যাচ্ছে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 10:55 AM
Updated : 4 May 2016, 10:55 AM

৫ মে থেকে শুরু হচ্ছে এবারের আয়োজন, চলবে ১৪ মে পর্যন্ত।

রাজধানীর বিভিন্ন এলাকার মোট ৬০টি রেস্তোরাঁ অংশ নিচ্ছে ‘ঢাকা রেস্টুরেন্ট উইক’য়ে।

রেস্তোরাঁগুলো হল- অ্যাবসোলিউট থাই, বুখারা ঢাকা, দ্য ডাইনিং রুম, ক্রিমসন কাপ বিডি, ফ্লেইভারস, ফুড রিপাব্লিক, হাক্কা ঢাকা, কোবে, ম্যাডশেফ, মকা বিস্ত্রো, নান্দোস, কুয়েঞ্চ, রাইস অ্যান্ড নুডুলস, তাড়কা, টেস্ট বাড, টেস্ট অফ লংকা, এল তোরো, গ্লাস হাউস ব্রাসিরি, দ্য অলিভস, জাফরান, আমারি ঢাকা, বিবিকিউ বাংলাদেশ, খাজানা, মেরাকি, সাবারো, সল্টজ, আল ফ্রেসকো, সিলান্ত্রো, ক্রিস কার্ডিয়াক গ্রিল, দ্য মেসকুয়েত গ্রিল, নোম্যাডস, জর্জেস ক্যাফে, থাই বিস্ত্রো, ভেনি ভিদি ভিচি, ডোসা এক্সপ্রেস, ক্যাফে থার্টি থ্রি, তাবাক, মিন্ট লিফ, ক্যাফে অ্যাপেলিয়ানো, বিসি বিনস এবং লা মেরিডিয়ান।

রেস্তোরাঁ ভেদে প্ল্যাটার থাকছে মোট চার দামের— ভ্যাটসহ ৫শ’, ১ হাজার, দেড় হাজার এবং আড়াই হাজার টাকা।