কাজ পাগলের বিরক্তি ছুটিতে

অফিস বা কাজের পরিবেশ যদি আনন্দদায়ক হয় তবে ছুটির দিনও খারাপ লাগে।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2015, 07:55 AM
Updated : 15 Oct 2020, 05:35 AM

অফিসে কাজ করার পাশাপাশি উর্ধতন কর্মকর্তারাও কি বন্ধুসুলভ? যদি তাই হয়, তবে ছুটির দিনে বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে বিরক্তিবোধ হতে পারে।

সহজ কথায়, অফিসের দিনগুলোতে কাজকে যদি উপভোগ করেন, তবে ছুটির দিনেও মন পড়ে থাকবে অফিসেই। আর গবেষণার ভিত্তিতে এই তথ্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ (এনবিইআর)।

চার বছর ধরে গ্যালাপ/হেলথওয়েস ইউএস ডেইলি পুলের করা জরিপ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা।

ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ১৭ লাখ ৭০ হাজার ফুল-টাইম এবং পার্ট-টাইম চাকুরিজীবিদের সপ্তাহব্যপি আবেগজনিত পরিবর্তন নিয়ে গবেষণা করা হয় ওই জরিপে।

গবেষকরা দেখেন, যারা সামাজিক প্রেক্ষাপটে ভালো কর্মক্ষেত্রে কাজ করেন, যেখানে ‘বস’ হন সঙ্গীর মতো, তাদের ক্ষেত্রে ছুটির দিনের মতোই প্রভাব পড়ে।

গবেষণার প্রধান গবেষক, কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের জন হেলিওয়েল বলেন, “কর্মদিবসের চাইতে সাপ্তাহিক ছুটির দিন ভালোলাগার কারণ হচ্ছে ‘কাজ’কে নরক মনে হয়। আসলে বিষয়টা তা নয়।”

যারা তাদের কাজ, ‘বস’দের এবং কর্মক্ষেত্র পছন্দ করেন তারা ছুটির দিনেই মতোই কর্মদিবসে আনন্দ উপভোগ করেন।

গবেষণায় আরও বলা হয়, “কর্মক্ষেত্রের সামাজিক পরিবেশ এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমেও ছুটির দিনের সমপরিমাণ আনন্দ, হাসি, কান্না অনুভব করা সম্ভব।”