তোমাদের বিশ্বকাপ

বিশ্বকাপ ফুটবল নিয়ে দুটি মজার ছড়া লিখেছেন দেশের প্রথম সারির ছড়ালেখক অজয় দাশগুপ্ত।

>> অজয় দাশগুপ্তবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2014, 09:08 AM
Updated : 9 July 2014, 09:08 AM

এক)

যে ছেলেটা দালান-কোঠার, যে ছেলেটা বস্তির

রাতদুপুরে এক কারণে দুজনই খুব অস্হির

একজন যায় ইস্কুলে আর ব্যাগ অন্যের পিঠে

আনন্দে আজ  এক তাহারা,একাত্ম খিটমিটে।

একজন কয় চিয়ার্স চিয়ার্স আরেকজনের গোল

এক বেদনায় দুজন কাতর উল্লাসে বিহ্বল

বাইরে যতই ফারাক থাকুক ফারাক তো নাই মনে

বিশ্বকাপে এক তাহারা হারা-জেতার রণে।

একই দলের দুজন তারা জাগছে যে নির্ঘুমে

একজন তো রাস্তা জুড়ে আরেক এসি রুমে

তবু তাদের জীবন জুড়ে খেলাই দিল সাম্য

এমন ধারা এমন মিলন হোক না সবার কাম্য

কারও থাকুক জয়ের নেশা পরাজয়ের খেদ

দূরে থাকুক বৈষম্য আর সকল ভেদাভেদ।

দুই)

খেলা শুধুই খেলা, খেলা নয়তো রাগারাগি

খেলা মানে জয় পরাজয় সমান ভাগাভাগি

খেলা মানে খোলা আকাশ উদার সবুজ মাঠে

স্বপ্ন যেথায় খেলোয়াড়ের পায়ে পায়ে হাঁটে

খেলা মানে শিল্প নতুন নয়তো মারামারি

সমর্থনের নামে যেন না হয় বাড়াবাড়ি

খেলাতো নয় ফাউল লাথি লাল হলুদের সাজা

খেলতে খেলতে হয়ে ওঠা সবার মনের রাজা

ট্রফি কিংবা কাপের চেয়েও অংশ যে নেয় তাকে-

রাখব মনে। মাতায় তারা এই পৃথিবীটাকে।