জল পড়ে পাতা নড়ে

জলপাতাদের সুখের খেলা দেখতে লাগে বেশ এমন কত রূপের ভেলায় ভাসে সোনার দেশ!

>> শাহানারা রশীদ ঝরনাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2014, 02:04 PM
Updated : 3 July 2014, 02:04 PM

জল পড়ে আর পাতা নড়ে মেঘেরা দেয় আড়ি

খুকু বলে, জলপরি তুই, আসিস আমার বাড়ি

মাটির থালায় খেতে দেব মুড়কি-মুড়ি-দই

শিকেয় রাখা নাড়ু দেব, বিন্নিধানের খই।

হাতপাখাতে করব বাতাস থাকবি শুয়ে খাটে

বিকেল হলেই তোকে নিয়ে বসব পুকুরঘাটে

দেখবি তখন পানকৌড়ির খুনসুটি জলখেলা

তোকে নিয়েই থাকব মেতে ভাসিয়ে খুশির ভেলা।

জল পড়ে আর পাতা নড়ে মেঘের আড়ি ভাঙে

নৌকো ভাসায় নবীন মাঝি দূরের ভাটি গাঙে

ছইয়ের ভেতর বউটি হাসে জলের ছিটায় ভিজে

খুকু বলে, ও সোনা বউ, বল না করি কী যে!

লজ্জারাঙা মুখ যে বউয়ের, খুশিতে মন দোলে

রঙিন মাঝি ভাটির গানে সুরের কাঁপন তোলে।

জলপাতাদের সুখের খেলা দেখতে লাগে বেশ

এমন কত রূপের ভেলায় ভাসে সোনার দেশ!