শিমুর ঘুড়ি

শিমুর হাতে শিমুর ঘুড়ি। বাজাও তুড়ি,বাজাও তুড়ি।

>> রানা ইশতিয়াকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2014, 09:11 AM
Updated : 30 June 2014, 09:11 AM

আকাশ জুড়ে মেঘের ভেলা।

করছে খেলা।

ঘুড়ি নিয়ে চলছে খেলা।

ঘুড়ির মেলা।

ছোট বড় উড়ছে ঘুড়ি।

কয়েক কুড়ি।

ঘুরছে লাটাই ঘুড়ির তালে।

হাতের চালে।

টাবুর ঘুড়ি টানছে সুতো।

খাচ্ছে গুঁতো।

সবার উপর শিমুর ঘুড়ি।

নেই কো জুড়ি।

সুতো ছিঁড়ে যাচ্ছে উড়ে।

অনেক দূরে।

ছুটছে শিমু ঘুড়ির পিছে।

জোরছে খিঁচে।

নামল ঘুড়ি অবশেষে।

ধরল হেসে।

শিমুর হাতে শিমুর ঘুড়ি।

বাজাও তুড়ি,

বাজাও তুড়ি।