এম.পি স্যার

>> তাহসিফ খন্দকার সাইফ, ৩য় শ্রেণি, সালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2014, 10:39 AM
Updated : 29 June 2014, 10:39 AM

এক লোক চাকরির জন্য সাক্ষাৎকার দিতে গেছে।

সাক্ষাৎকার অফিসার: আপনার নাম কী?

প্রার্থী: M.P স্যার।

অফিসার: M.P তার মানে কী?

প্রার্থী: মহন পাল স্যার।

অফিসার: আপনার পিতার নাম কী?

প্রার্থী: এম.পি স্যার।

অফিসার: তার মানে কী?

প্রার্থী: মদন পাল স্যার।

অফিসার: আপনার শিক্ষাগত যোগ্যতা?

প্রার্থী: এম.পি স্যার।

অফিসার: (রাগ করে) এইটা কী?

প্রার্থী: মেট্রিক পাস স্যার।

অফিসার: আপনি কেন কাজ চান?

প্রার্থী: এম.পি স্যার।

অফিসার: তার মানে কী?

প্রার্থী: মানি প্রব্লেম স্যার।

অফিসার: আপনার পারসোনালিটি বর্ণনা করেন।

প্রার্থী: এম.পি স্যার।

অফিসার: খুলে বলেন।

প্রার্থী: MAGNANIMOUS PERSONALITY স্যার।

অফিসার: আপনে আসতে পারেন।

প্রার্থী: এম.পি স্যার।

অফিসার: এইটা কী আবার?

প্রার্থী: MY PERFORMANCE…?

অফিসার: এম.পি!

প্রার্থী: তার মানে কী স্যার?

অফিসার: MENTALLY PUNCTURED…