দুটি ছড়া

>> বিমল গুহবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2014, 08:47 AM
Updated : 26 June 2014, 08:51 AM

খেলাঘর

ছোট ঘরে সব আছে-

বেশ তো,

খেলাঘর ছোটদেরই

দেশ তো!

ছোট গ্রাম ছোট বাড়ি

ফুল্ল,

ওই দেখো-- প্রজাপতি

উড়ল!

ধুর ছাই

হৈ হৈ রৈ রৈ

চারদিকে হৈচৈ,

ঘুমে ঢুলুঢুলু চোখ

খেলা দেখে দুই ভাই,

শোরগোল শুনে বলে

ধুর ছাই! ধুর ছাই!