'আমিও দীর্ঘ দিন ধরে ম্যাগি খেয়ে আসছি'

ভারতে ম্যাগি নুডুলসে মাত্রাতিরিক্ত সীসা পাওয়ার পর নোটিশ পাঠানো হয়েছিল এর পণ্যদূত মাধুরী দীক্ষিতকেও। আর তাই নেসলে কর্মকর্তাদের সঙ্গে দেখা করলেন এই অভিনেত্রী।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2015, 11:10 AM
Updated : 31 May 2015, 11:10 AM

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া বলছে, ম্যাগি নুডুলসের গুণগত মান সম্পর্কে তাকে নিশ্চিত করেছে নেসলে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে মাধুরী নিজেই জানিয়েছেন এ খবর।

মাধুরী টুইট করেন, "ভারতের বাকি মানুষদের মত আমিও অনেক বছর ধরে ম্যাগি নুডুলস খেয়ে আসছি। সাম্প্রতিক বিতর্ক নিয়ে আমিও খুব চিন্তিত ছিলাম এবং আমি নেসলে কর্মকর্তাদের সঙ্গে দেখা করি।"

আরেকটি টুইটে তিনি বলেন, "নেসলে ব্যাখ্যা দিয়েছে যে, ভোক্তারা তাদের কাছে সবচেয়ে বড় এবং তারা সর্বোত্তম মান নির্ণয় পদ্ধতি অনুসরণ করে।"

মাত্রাতিরিক্ত সীসা পাওয়ার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের দোকানগুলো থেকে সম্প্রতি ম্যাগি নুডুলস সরিয়ে ফেলার নির্দেশ দেয় রাজ্যটির খাদ্য নিয়ন্ত্রণ সংস্থা। এরপর ম্যাগির পণ্যদূত হিসেবে মাধুরীকে ১৫ দিনের মধ্যে জবাবদিহি করার নোটিশ পাঠায় হরিদ্বারের খাদ্য বিষয়ক মন্ত্রণালয়।