ম্যাগি বিতর্ক: নোটিশ পেলেন মাধুরী

ম্যাগি নুডুলসের বিজ্ঞাপনের মডেল হয়ে বিপাকে পড়েছেন ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নেসলের এই পণ্যের বিজ্ঞাপনে এর পুষ্টিগুণ নিয়ে করা দাবির জবাব চেয়ে এই অভিনেত্রীর কাছে নোটিস পাঠিয়েছে হরিদ্বার খাদ্য ও ওষুধ প্রশাসন। 

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 06:14 AM
Updated : 30 May 2015, 07:07 PM

ম্যাগি ২ মিনিট নুডুলসে মাত্রাতিরিক্ত সীসা পাওয়ার পর পণ্যটি নিয়ে ভারতে বিতর্ক চলছে। নেসলে ইন্ডিয়াকে সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের বাজার থেকে সব ম্যাগি নুডুলস তুলে নিতে বলে রাজ্যটির খাদ্য বিষয়ক মন্ত্রণালয়।    

উত্তর প্রদেশের হরিদ্বার খাদ্য ও মাদক মন্ত্রণালয়ের তরফ থেকে মাধুরীকে পাঠানো নোটিসে, বিজ্ঞাপনে নুডুলসের পুষ্টিগুণ সম্পর্কে তিনি যে দাবি করেছেন, সে বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে মাধুরীকে ব্যাখ্যা করতে হবে কেন তিনি বলছেন, ম্যাগি স্বাস্থ্যের জন্য ভাল এবং এ কথার ভিত্তি কী। 

নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে এ প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে মাধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন এক খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা।