পদ্ম ভূষণে সম্মানিত অমিতাভ বচ্চন 

ভারতের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ পেলেন অভিনেতা অমিতাভ বচ্চন। 

জেনিফার ডি প্যারিসআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 04:12 PM
Updated : 26 Jan 2015, 04:12 PM

এ সম্মাননায় বিশেষভাবে নিজের ভক্ত এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন বিগ বি।

নিজের ব্লগে তিনি লেখেন, এ বছর পদ্ম পুরস্কারের সবচেয়ে বড় সম্মাননায় ভূষিত করেছে আমাকে ভারত সরকার, তা হলো পদ্ম ভূষণ। কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, যারা আমাকে এই সম্মানের যোগ্য ভেবেছেন তাদের উদারতায় আমি ধন্য।

অমিতাভ আরও জানান, এ বছর বচ্চন পরিবারে যোগ হল আরেকটি পদ্ম পুরস্কার। এখন পর্যন্ত মোট সাতটি পদ্ম পদক পেয়েছেন এই পরিবারের সদস্যরা।

আমাদের পরিবারে এখন রয়েছে সাতটি জাতীয় সম্মাননা। আমার বাবা হরিবংশ রায় বচ্চন পেয়েছিলেন পদ্ম শ্রী এবং পদ্ম ভূষণ, স্ত্রী জয়া পেয়েছেন পদ্ম শ্রী, পুত্রবধূ ঐশ্বরিয়া পেয়েছেন পদ্ম শ্রী। আর আমাকে দেওয়া হয়েছে পদ্ম শ্রী, পদ্ম ভূষণ এবং পদ্ম বিভূষণ তিনটি পদক। সারা দেশে হয়ত এরকম পরিবার একটিই আছে। আমি খুবই গর্বিত এবং কৃতজ্ঞ। 

চলতি বছর তিনটি সিনেমা মুক্তি পাবে অমিতাভের। সেগুলো হল, ‘শামিতাভ’,‘ওয়াজির’এবং ‘পিকু’।