সিনেমায় নিয়মিত হবেন মিম

দীর্ঘ বিরতির পর এবার সিনেমায় নিয়মিত হচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমা চারটি হল-- খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’, তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’, রিপন মিয়ার ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’, মোস্তফা কামাল রাজের ‘কানামাছি’।

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2013, 11:44 AM
Updated : 21 Oct 2013, 11:44 AM

সিনেমায় অভিনয় প্রসঙ্গে মিম গ্লিটজকে বলেন, “সিনেমায় অভিনয়ের স্বপ্ন নিয়ে মিডিয়াতে এসেছি। ছোট পর্দার মতো বড় পর্দাতেও দর্শক হৃদয় জয় করতে চাই। এর আগে সিনেমার ব্যাপারে সিরিয়াস না হলেও এবার খুব সিরিয়াস আমি। গল্প, চিত্রনাট্য, পরিচালক, ইউনিট পছন্দ না হলে সিনেমায় চুক্তিবদ্ধ হব না।”

‘জোনাকির আলো’, ‘পদ্মপাতার জল’, ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’-- এ তিনটি সিনেমায় মিমের বিপরীতে থাকছেন ইমন। ‘কানামাছি সিনেমায়’ তার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান ও চঞ্চল চৌধুরী। 

জুটিপ্রথা প্রসঙ্গে মিম বলেন, “যে কারও সঙ্গে জুটি বেঁধে অভিনয় করব না। সিনেমায় সাইন করার আগে দেখে নিব, আমার বিপরীতে কে অভিনয় করছে। ”

বড়পর্দার ব্যস্ততায় ছোট পর্দাকে বিদায় বলবেন কী না-- এমন প্রশ্নের জবাবে মিম জানান, সিনেমায় ফাঁকে ফুরসত পেলে টিভি নাটকেও অভিনয় করবেন। সেক্ষেত্রে ভালো চিত্রনাট্য ও পরিচালক চাই তার।