আট দিনেই শতকোটির ঘরে ‘টয়লেট এক প্রেম কথা’

‘টয়লেট এক প্রেম কথা’ মুক্তির পর থেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছের ভারতীয় হলমালিকরা। গত কয়েক মাসের খরা কাটিয়ে আবারও চাঙ্গা হয়েছে বলিউড সিনেপাড়া। মুক্তির ৮ দিনেই শতকোটির ঘরে নাম লিখিয়ে আবারও নিজেকে প্রমাণ করলেন অক্ষয়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 01:31 PM
Updated : 19 August 2017, 01:31 PM

‘টয়লেট এক প্রেম কথা’ অক্ষয়ের ক্যারিয়ারের অষ্টম সিনেমা যা শতকোটির ঘর ছুঁলো। এদিক দিয়ে এখনো সালমান খানকে টপকাতে পারেননি অক্ষয়। ১১টি শতকোটির সিনেমা দিয়ে বক্স অফিসে শ্রেষ্ঠত্বের অধিকারী ‘বজরঙ্গী ভাইজান’ অভিনেতা সালমান।

তবে সালমানের ঠিক পরেই রয়েছেন অক্ষয়। ‘টয়লেট এক প্রেম কথা’র এ দুদর্দান্ত সাফল্যের কল্যাণে সালমানের পর সর্বোচ্চ শতকোটি আয়ের বলিউড অভিনেতা হিসেবে রেকর্ড তৈরি করলেন অক্ষয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার ভারতজুড়ে ৪ কোটি রুপি ব্যবসা করেছে ‘টয়লেট এক প্রেম কথা’। বক্সঅফিসের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানান, আটদিনে মোট ১০০ কোটি ৫ লাখ ব্যবসা করেছে সিনেমাটি।

মুক্তির আগে থেকেই নানা কারণে আলোচনায় ছিলো শ্রী নারায়ণ সিং পরিচালিত এ সিনেমাটি। সিনেমাটিকে অনেকেই অভিহিত করেছেন ‘সরকারি প্রোপাগান্ডা’ বলে। বিশেষ করে সিনেমার প্রথমার্ধের পর পুরোটাই ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্পের প্রচারণা- এমনটাই দাবি অনেক দর্শকের।

বাড়িতে টয়লেট না থাকাকে কেন্দ্র করে এক নববধূর শ্বশুড়বাড়ি ছেড়ে চলে আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘টয়লেট এক প্রেম কথা’। সামাজিক সমস্যাকে সিনেমায় উপস্থাপন করার জন্যই এমন একটি গল্প বেছে নেয়া হয়েছে এবং এটি কোনো সরকারি প্রোপাগান্ডা নয়- নিন্দুকদের সমালোচনার জবাবে এমনটাই বলেছেন ‘রুস্তম’ তারকা।

সামনেই আসছে অক্ষয়ের নতুন সিনেমা ‘প্যাডম্যান’। এতে নারীদের স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কথা বলা হয়েছে। অক্ষয়ের বিপরীতে এতে দেখা যাবে সোনম কাপুর ও রাধিকা আপ্তেকে।