মূসক অব্যাহতির সীমা ৩০ লাখ টাকা হচ্ছে

মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির সীমা ২৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকার করার বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 09:55 AM
Updated : 29 June 2015, 04:20 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

এ আইনে দুটি সংশোধন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মূসক আইনে মূসক অব্যাহতির সীমা  ২৪ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৩০ লাখ টাকা করা হয়েছে।

“এছাড়া মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত দুই ধরণের পণ্য মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। সরিষার তেল, চিনি, আখের গুড় এবং সারের মূসক অব্যাহতি করার কথা বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “জীবন রক্ষাকারী ওষুধ যেমন- ইনসুলিন ও ইনসুলিন এর লবণ, জন্মনিরোধোক ইনসুলিন, ক্যান্সারনিরোধক ওষুধ, কিডনি ডায়ালাইসিস সলিউশন ও ফাস্ট এইড বক্স এর সরবরাহ ও আমদানিতে মূসক অব্যাহতি দেওয়া হচ্ছে সংশোধিত আইনে।”