কৃষি ঋণ পুনঃতফসিলে ছাড়

অর্থনীতিতে কৃষির গুরুত্ব বিবেচনায় খেলাপি কৃষি ঋণ পুনঃতফসিল করার ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2015, 03:56 PM
Updated : 24 Feb 2015, 03:56 PM

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ডাউন পেমেন্ট (এককালীন জমা) ছাড়াই কৃষি ঋণ পুনঃতফসিল করা যাবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে।

এতে বলা হয়েছে, স্বল্পমেয়াদি কৃষি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউন পেমেন্ট জমার শর্ত শিথিল করা যাবে। ক্ষেত্রবিশেষে বিনা ডাউন-পেমেন্টেও পুনঃতফসিল করা যাবে।

“ঋণ পুনঃতফসিলের পর কৃষকদেরকে আবারও স্বল্পমেয়াদি ঋণ দেওয়া যাবে। সার্টিফিকেট মামলা দায়েরকৃত থাকলে মামলা চলাকালীন সময়ে গ্রাহকের সাথে সমঝোতার মাধ্যমে সার্টিফিকেট মামলা উত্তোলন বা নিষ্পত্তি করে ঋণ পুনঃতফসিল করা যাবে।”   

নিয়ম অনুযায়ী, খেলাপি ঋণের মেয়াদ অনুযায়ী ১০ থেকে ২০ শতাংশ পর‌্যন্ত ডাউন পেমেন্ট দিতে হয়।

জাতীয় অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতায় কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় এবং কৃষি খাতে উৎপাদন বাড়ানো ও সরকারের কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে সহযোগিতা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে।