বাসা হারালেন বাংলাদেশ ব্যাংকের ৫৫ জন

নিজের নামে নেওয়া বাসা ভাড়া দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের ৫৫ জন কর্মকর্তা-কর্মচারীর বরাদ্দ বাতিল করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 05:34 PM
Updated : 25 Nov 2014, 05:34 PM

আগামী দুই বছর এসব কর্মকর্তা-কর্মচারীকে বাসা বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে  গত ২০ নভেম্বর অফিস আদেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আদেশ জারির ৩০ দিনের মধ্যে সব মালপত্র বুঝিয়ে দিয়ে বাসা খালি করতে বলা হয়েছে।

আদেশে ৫৫ জন কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি ও বাসার ঠিকানা উল্লেখ করে বলা হয়েছে, “তাদের নামে বরাদ্দপ্রাপ্ত বাসা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বহিরাগতদের কাছে ভাড়া দেওয়ার বিষয়টি সরেজমিন তদন্তে প্রমাণিত হয়েছে। এখন বাসা বরাদ্দ নীতিমালার ১৩ ধারা অনুযায়ী বরাদ্দ বাতিল করা হলো।”

৫৫ জনের বাসাই বাংলাদেশ ব্যাংকের মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংক কলোনিতে।

তবে এভাবে বরাদ্দ বাতিল করা অন্যায় দাবি করেছেন বরাদ্দপ্রাপ্তরা।

বহিরাগতদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগে নয়, বরং নতুন ভবনে উঠতে না দেওয়ার কৌশল হিসেবে বরাদ্দ বাতিল করা হয়েছে বলে অভিযোগ তাদের।

তাদের কয়েকজন জানান, মতিঝিলে ব্যাংক নিবাসের ৫ ও ৮ নম্বর ভবনে ফাটল দেখা দেওয়ায় সম্প্রতি তা পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এই দুটি ভবনের বাসিন্দাদের নতুন নির্মিত ১১ তলা ভবনসহ অন্য ভবনে ওঠার কথা।

তারা যেন নতুন ভবনে উঠতে না পারেন সেজন্যই ‘অহেতুক অজুহাত’ দেখিয়ে এমনটি করা হয়েছে বলে দাবি তাদের।

বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহার চেয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে আবেদন করা হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক আহমেদ জামাল বলেন, “বহিরাগতদের কাছে বাসা ভাড়া দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় এসব বরাদ্দ বাতিল করা হয়েছে। কেউ অন্য কিছু বলে থাকলে তা সঠিক নয়।”