রূপালী ব্যাংকে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 06:27 PM
Updated : 24 Nov 2014, 06:27 PM
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরীকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের এ কমিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে প্রতিবেদন জমা দেবে।

এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশে বিষয়টি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক বর্তমানের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ তোফায়েলকে গত বৃহস্পতিবার ব্যাংকের সিবিএ কার্যালয়ে আটকে রেখে মারধর করা হয়। এ নিয়ে পরপর দুইদিন সংবাদপত্রে প্রতিবেদন হয়েছে।

সোমবার ব্যাংক বিষয়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করে এমন ২৭ জন সাংবাদিক ব্যাংকের এমডি এম ফরিদ উদ্দিনের কাছে গিয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে ব্যাংকের পর্ষদের মতামতে এ তদন্ত কমিটি হয় বলে জানা গেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম ফরিদ উদ্দিন বলেন, “ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষও সিবিএর কাছে অনেকটা জিম্মি হয়ে আছে।

 “আপনারা তো বোঝেনই। সরকারি ব্যাংক। নির্বাচিত সিবিএ। আমি একজন কর্মকর্তার বিষয়ে যতদ্রুত সিদ্ধান্ত নিতে পারি, একজন ট্রেড ইউনিয়ন কর্মীর বিষয়ে তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারি না বা সিদ্ধান্ত কার্যকর করাও সহজ না।”